সব কিছুই মেনে নেওয়া যায়,কাছের মানুষের অবহেলা মেনে নেওয়া যায়না। তোকে মনে পড়লে সেই জায়গাটায় একা গিয়ে বসে যান একসময় রোজ দুই আমি একসাথে বসতাম।
তোমার স্মৃতি মনে করে এখন কাদলেও এক সময় এগুলোই আমার হাসির কারন হবে নিশ্চিত।অনুভবেও শেওলা পরে একসময়, অবহেলা।
কাউকে খুব বেশি ভালবাসতে নেই...... কারন সে যদি বুঝে যায়, যে আপনি তাকে অনে..ক.. ভালবাসেন...!! সে আপনাকে অবহেলা করতে শুরু করবে.....!! কিন্তু সবথেকে বড় প্রোব্লেম হল... আমরা সেটা পারিনা কারন কাউকে ইচ্ছে করে কম, বেশি ভালবাসা যায়না, হয়ে যায়...
অবহেলা করছো ?? করো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু, যেদিন অবহেলা করার মতো এই আমাকে আর খুঁজে পাবে না সেদিন আর কাকে অবহেলা করবে তুমি ?? এর উত্তর জানা আছে কি তোমার ??? যদি থাকে তবে বলে দিয়ো, আমি অপেক্ষায় আছি তোমার উত্তর পাওয়ার জন্য।
সত্যি অপেক্ষা কাকে বলে ... তোমার অবহেলা শিখিয়েছে। কখনো কখনো online আসো,একটু reply করো। আবার ডুমুরের ফুলের মতো হারিয়ে যাও। তবে তোমার অপেক্ষা আমায়া হার মানতে পারবে না, আমি আছি তোমার অপেক্ষায়। প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয়, নিজেকে তখন বড্ড অসহায় মনে হয়!
যখন তোমাকে খুব মিস করি তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি জানি সেখানে তোমাকে দেখবোনা বাট এই ভাবে সান্তনা পাই যে দুজনে এক আকাশের নিচে তো আছি।
যার জন্যে সারাদিন তুমি, মন খারাপ করে বসে আছো, হয়তো দেখবে সে তার অন্য বন্ধুদের সাথে বেশ ভালোই আছে। যাদের স্মৃতি রয়েছে তাদের,পক্ষে স্মরণ রাখা সহজ, যাদের হৃদয় রয়েছে তাদের,পক্ষে ভুলে যাওয়া কঠিন।
এমন কারো সাথে থাকুন যার কাছে গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ সুবিধাকে গোলাপের কাছে নিরবে ভিজে যায় চোখেরি পাতা কষ্টের আঘাতে বেড়ে যায় বুকের ব্যথা জানিনা এভাবে কাটাতে হবে কতদিন দুঃখের সময় দর্শকের মনে করাবো।
কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে গুগল পেতে মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল এবং এর অর্থ তুমি পরাজিত নও এর অর্থ তুমি পরাজিত হয় এবং শেষ।
নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙো না স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার স্বপ্ন গুলো আর সাজাতে পারবে না। আমি তো পাথর নয় যে আমার কষ্ট হয় না কষ্ট আমারও হয় শুধু চিৎকার করে বলতে পারি না৷
আমি হারিয়ে গেলে ভয় নেই বোঝার মতো কেউ নেই আমি কষ্ট পেলেও ভয় নেই কষ্ট বোঝার কেউ নেই এসেছি একা চলে যাবো একদিন ঠিক একা!
বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না যে তোমাকে ভালোবাসে তাকে ঠকিও না কারণ বিষয়টা ভালো করে নেতিয়ে পরলো বান্ধা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না।
যদি কোনদিনও শুনিস মরে গেছে সেদিন একটু কষ্ট পাবে না কারণ বেঁচে থাকবে অনেক অনুরোধ করেছি আমাকে কষ্ট লাগবে কেনো তবুও প্রতিটি মুহূর্ত অবহেলা করেছিস।